আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 516

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 জুন 2007

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আমার অফিস এর বস একজন কবর পুজারী . আমি তাকে বলি যে এটা বড় গুনাহ, এমনকি রসুল (স.) এর কবরেও কোনকিছু চাওয়া যাবেনা। কবরের মৃতের কোন ক্ষমতা নাই . তিনি আমাকে বলেন হ্যাঁ, জানি জানি কবরের মানুষের কনো ক্ষমতা নাই কিন্তু তিনি মিথ্যা বলেছেন তাঁরপরও মাজারে যান। এখন আমার প্রশ্ন হল এটা তো মুশরিকিকাজ। তাই কোন মুশরিক এর সাথে জব করা জায়েজ হবে কি না? জানালে উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তাঁর সাথে চাকরী করতে আপনার কোন সমস্যা নেই। অন্য কোন ধর্মের কোন ব্যাক্তির সাথে কাজ করা যাবে না এমন কোন কথা ইসলামে নেই । তাছাড়া উনি মুশরিক এটাও বলা যাবে না। তবে তার কাজ নিশ্চিতভাবেই শিরক।