আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 517

ঈমান

প্রকাশকাল: 30 জুন 2007

প্রশ্ন

আসসালামুলাইকুম। আমার প্রথম প্রশ্ন হল, ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গির (র) সারের পর এখন কে প্রশ্নের উত্তর দিচ্ছেন?
দিতীয় প্রশ্ন হল একটি বইতে দেখলাম আল্লাহর নামের ফাজিলত বর্ণনা করতে গিয়ে সংকলক আল্লাহর বিভিন্ন নামের ১০০ বার বা ৭০ বার জিকিরে বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন। এগুলোর কোনটার দলিল আছে কি না? এবং শুধু আল্লাহর বিভিন্ন নাম ধরে জিকির করা যাবে কিনা? যেমন ইয়া রাহমানু, ইয়া রাহিমু, ইয়া রাজ্জাকু ইত্তাদি? যাযাকুমুল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্যার রহ. বেঁচে থাকা কালীন কিছু ব্যক্তিকে প্রশ্নের উত্তর লেখার দায়িত্ব দিয়েছিলেন। যারা উত্তর লিখে স্যার রহ. কে দেখাতেন, কোন সমস্যা থাকলে তিনি ঠিক করে দিতেন আর না থাকলে সেভাবেই রেখে দিতেন। বর্তমানে আগের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই প্রশ্নের উত্তর দিচ্ছেন। তবে যে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে কোন সমস্যা পরিলক্ষিত হবে সে ক্ষেত্রে ট্রাস্টের পক্ষ একটি কমিটি করে দেয়া হয়েছে, যাদের কাছে বিষয়টি নিয়ে আলাপ করতে হবে। উক্ত কমিটিতে আছেন, মুফতি জাকারিয়া বিন আব্দুল ওয়াহাব, বিভাগীয় প্রধান, উলুমুল হাদীস বিভাগ, জামিয়াতুস সুন্নাহ, ঝিনাইদহ এবং মুফতি মুহাম্মাদ শহিদুল্লাহ, বিভাগীয় প্রধান, কিতাব বিভাগ, জামিয়াতুস সুন্নাহ, ঝিনাইদহ। এছাড়া অন্য কোথাও হতে সাহায্য নেয়া হলে তার পরিচিতি উত্তরের শেষে দেয়া হয়। যেমনটি আপনি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরের ক্ষেত্রে দেখতে পাবেন। আল্লাহ তায়ালার কোন নাম ধরে ১০০ বার বা ৭০ বার জিকির করার কোন ফজিলত হাদীসে নেই। আর শুধু আল্লাহর বিভিন্ন নাম ধরে যেমন, ইয়ার রাহিমু, ইয়া রাহমানু ইত্যদি বলে জিকির করা যাবে না। এভাবে যিকির করা মর্মে কোন হাদীস বর্ণিত হয় নি। তবে কেউ এভাবে আল্লাহকে ডাকলে জায়েজ হবে।দেখুন আল-ইসলাম সুয়াল ও জাওয়াব, শায়খ মুহাম্মাদ সালেহ আল-মুনাজ্জিদ, ফাতওয়া নং ১২৭৩১৬, ২২৪৫৭।