আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5021

হালাল হারাম

প্রকাশকাল: 29 অক্টো. 2019

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, প্রশ্ন: দশজনের একটি দল প্রতি মাসে মাথাপিছু দশ টাকা করে জমা করে, এরপর প্রতি মাসে একজন ব্যাক্তিকে লটারির মাধ্যমে শনাক্ত করা হয় এবং ওই ব্যাক্তিকে একশ টাকা দেওয়া হয়। এইভাবে দশজন ব্যাক্তির একজন করে প্রতি মাসে একশো টাকা পাওয়ার নিশ্চয়তা পায়। এভাবে প্রত্যেকে নিজ নিজ দেওয়া টাকা ফিরে পায়,তবে সেটা এককালীন। আর একজন ব্যক্তি দশমাসের মধ্যে একবার পাবেন, পরিশেষে সবাই তাদের দেওয়া টাকা ফিরে পায়। …………এই পদ্ধতি কি সুদ বা জূয়ার অন্তর্ভুক্ত হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এতে সুদ বা জুয়া কোনটিই হবে না। এটা বৈধ।