আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5020

অর্থনৈতিক

প্রকাশকাল: 28 অক্টো. 2019

প্রশ্ন

হুজুর আমি সবসময় হিন্দি গান মুভি ও অন্যন্য গুনাহ করেছি। মহান রব্ আমাকে ক্ষমা করবেন কিনা জানি না। কিন্তু আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সবই ছেড়ে দিয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়ে এত বেশি কেঁদেছি যে বলে বুঝাতে পারবো না, আমার আমি চার লাখ টাকা ঋন আছে। কি যে করি বুঝতে পারছি না, কোরো কাছে লজ্জায় বলতে পারছি না। আমার মনে হয় যে নিজেকে নিজে শেষ করেই দেই।

উত্তর

আপনি পাপের পথ থেকে ফিরে এসেছেন, খুবই ভালো কথা। আল্লাহ যেন, আপনাকে ইসলামের পথে অটুট রাখেন। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফরী। কিছু্তেই নিরাশ হওয়া যাবে না। ৪ লাখ টাক বর্তমানে খুব বেশী নয়। আপনি যে কোন একটি কাজে যুক্ত হন, এবং ধীরে ধীরে সময় নিয়ে অল্প অল্প করে ঋন শোধ করতে থাকুন। ধর্মের পথে থাকুন, অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।