আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4992

সালাত

প্রকাশকাল: 30 সেপ্টে. 2019

প্রশ্ন

নামাজে শুরু করার সময় জায়নামাজের দুয়া পড়তে হয়। তেমনিভাবে সব রকাতের শুরুতে কি জায়নামাজের দোয়াটি পড়তে হবে। নাকি প্রতি ওয়াক্তে একবার পড়লে চলবে।

উত্তর

না, জায়নামাযের কোন দুআ নেই। সব রাকআতের শুরুতে কোন দুআ পড়তে হবে না।