আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4993

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 অক্টো. 2019

প্রশ্ন

আমার কয়েক বছরের টাকা জমা আছে, আমি বুঝতে না পারার কারণে যাকাত আদায় করতে পারিনি, আমি ভেবেছিলাম আমার টাকা তো সাড়ে সাত ভরি স্বর্ণের নেসাব পরিমাণ হয়নি, এখন বিভিন্ন আলোচনা থেকে জানতে পারছি আমার ধারনাটা ভুল ছিল, এখন আমি বুঝতে পারছি যে আমার যাকাত দেওয়া ফরয, এই পরিমাণটা প্রায় সাত বছর হতে চলল, যে টাকাটা আমার কাছে জমা আছে (এখন অবশ্য ব্যবসার কাজে আছে) এটা বিভিন্ন সময়ের টাকা, দুই বছর আগে আমি আবার কিছু টাকালোন নিয়েছি কোন মৌলিক প্রয়োজনে নয় ব্যবসার কাজে এখন আমি কোন্ টাকার কিভাবে যাকাত আদায় করব কোরআন সুন্নাহর আলোকে জানতে চাই আবার আমার তিন ভরির মত স্বর্ণালঙ্কার আছে এটার কি যাকাত দিতে হবে?

উত্তর

আপনার বিগত প্রতি বছরের জাকাত হিসাবে করে এখন পুরো সাত বছরের টাকা যাকাত দিতে হবে। যখন থেকে স্বর্ণের মালিক হয়েছেন, তখন থেকে স্বর্ণের দাম টাকায় হিসেবে করে মূল টাকার সাথে যুক্ত করে যাকাতের হিসাব করতে হবে। ব্যাংক লোন যাকাত থেকে বাদ যাবে না, ব্যাংক লোনের টাকারও যাকাত দিতে হবে। ব্যাংক লোন ঋন হিসেবে গণ্য নয়। ব্যাংকের বাইরে অন্য কোথাও ঋন থাকলে ঋনের টাকাগুলো যাকাতের মূল টাকার হিসাব থেকে বাদ যাবে। প্রয়োজনে 01734717299 যে কোন দিন এশার পর।