আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4982

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 20 সেপ্টে. 2019

প্রশ্ন

আমি ব্যাংক এশিয়ার একটা এজেন্ট পয়েন্টে চাকরি করি। এখানে ইসলামিক ও প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা ২ টাই আছে । যার ৯৫% ইনকাম আসে ইসলামিক থেকে আর বাকি ৫% প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকে।আমার বেতন হল ৭০০০ টাকা। আমার প্রশ্ন হলো আমার ইনকাম কি হারাম নাকি হালাল?

উত্তর

ইসলামী শরীয়াহ অনুযায়ী পরিচালিত হলে আপনার বেতন ৯৫% হালাল। আর হামাম থেকে যতটুকু আসে ততটুকু হারাম হবে। তবে একই ব্যাংকে এমন পার্থক্য করা সম্ভব কি না ভালো করে যাচাই করে নিবেন।