আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4981

নামায

প্রকাশকাল: 19 সেপ্টে. 2019

প্রশ্ন

আসসালামুআলাইকুম
ইমাম সাহেব সালাম ফিরিয়ে ডান/বাম দিকে ( উত্তর/ দক্ষিন) মুখ করে বসতে পারবে কী? নাকি শুধু মুসল্লির দিকে মুখ করে বসবে? উত্তর/দক্ষিন দিক মুখ করে বসা কি হারাম?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, উত্তর/দক্ষিন বা পূর্ব-পশ্চিম কোন দিকেই মুখ করে বসা হারাম নয়। তবে মুসল্লিদের দিকে মুখ করে বসা সুন্নাত। عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ رضي الله عنه قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى صَلاَةً أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ . সাহাবী সামুরাহ ইবনে জুনদুব রা. বলেন, নবী সা. যখন কোন নামায শেষ করতেন তখন আমাদের দিকে মুখ করতেন। সহীহ বুখরী, হাদীস নং ৮০৯।