আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4954

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 আগস্ট 2019

প্রশ্ন

আমি বাংলায় কুরআন শরীফ পরে শেষ করলাম কিছুদিন হল। আমি আগে জানতাম ইসলামিক আইন হল চুরি করলে হাত কেটে দিতে হবে, যিনা করলে পাথর মেরে হত্যা করতে হবে। কুরআন শরীফে এমন কিছু দেখলাম না এ ব্যাপারে কিছু বলবেন।নাকি আমার বাদ পরে গেছে এসব আয়াত, যদি বাদ পরে তাহলে আয়াতগুলো দিলে ভাল হত

উত্তর

জ্বী, আপনার এই বিষয়টি বাদ পড়ে গেছে। সূরা মায়েদার ৩৮ নং আয়াতে চুরি করে হাত কাটার বিধান আছে। আছে অবিবাহিত মানুষেদের যিনার শাস্তি ১০০ বেত্রাঘাত সূরা নূরের নং আয়াতে আছে। আর বিবাহিত যিনাকারীদের শাস্তি পাথর মেরে হত্যার কথা সহীহ হাদীসে আছে। সহীহ বুখরী, হাদীস নং ৬৮১৫, সুনানু আবি দাউদ, হাদীস নং ৪৪৪০, সহীহ মুসলিম, হাদীস নং ১৬৯৯। সহীহ বুখারীর হাদীসটির মূল পাঠ হলো: حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي المَسْجِدِ، فَنَادَاهُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي زَنَيْتُ، فَأَعْرَضَ عَنْهُ حَتَّى رَدَّدَ عَلَيْهِ أَرْبَعَ مَرَّاتٍ، فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ، دَعَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَبِكَ جُنُونٌ قَالَ: لاَ، قَالَ: فَهَلْ أَحْصَنْتَ قَالَ: نَعَمْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ