আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4955

বিবাহ-তালাক

প্রকাশকাল: 24 আগস্ট 2019

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমার বয়স এখন ২৬। জীবনের অনেকটা সময় দুনিয়াবী কাজে ব্যয় করেছি, হালাল হারাম বুঝিনি। আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ আমাকে এখন দ্বীনের বুঝ দিয়েছেন। সর্বদা চেষ্টা করছি এটা ধরে রাখতে, সে পথে চলতে এবং ইসলামের একজন দাঈ হওয়ার ইচ্ছে লালন করছি, ইনশাআল্লাহ্। কিন্তু অতীতের একটা হারাম কাজের ফল এখনো ভোগ করছি। ঘটনাটি-
১৫ বছর বয়সে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক খারাপ যাচ্ছিল কারন আমি ততদিনে জানতে পারি, ছেলেটি মাদকাসক্ত সহ অনেক খারাপ কাজে জড়িত ছিল। অন্য মেয়ের সাথেও সম্পর্কে জড়ায় আমার সাথে সম্পর্কে থাকাকালীন । এসবের মধ্যেই, একদিন ঘুরতে যাওয়ার নাম করে ছেলেটি আমাকে কাজীর বাড়িতে নিয়ে যায় এবং ইজাব কবুলে বিয়ে করে। পরে ১৮বছর বয়স দেখিয়ে কোর্টের ১টি কাগজও বানিয়ে নেয়। সেদিন বিয়ের ঘটনাটি ঘটবে তা আমার আগে জানা ছিল না, আমার বিয়েতে কোন মত ছিলনা। বিভিন্নভাবে বোঝাতে থাকে বিয়ে তো পরে হলেও করবোই, আমি তারপরও কোনভাবে রাজি না হওয়ায়- আটকে রাখবে, আসতে দিবে না, মানসম্মান নষ্ট হলে তাকেই বিয়ে করতে হবে বলে, ব্ল্যাকমেইল করতে থাকে। আমি সেদিন বেচে ফিরে আসার জন্য তার কথায় সম্মতি দেই। আমি বাড়ি ফিরে এসে ছেলেটির সাথে সব যোগাযোগ বন্ধ করে দেই। আমি নতুন জায়গায় চলে যাই কলেজে ভর্তির সুবাদে। এভাবে 7/8 মাস যোগাযোগ বন্ধ করে অনেকটা লুকিয়ে থাকি। কিন্তু ছেলেটি আমাকে খুঁজে বের করে । এবার আমি আরো বিপদে পড়ে যাই যেহেতু বাড়ি থেকে অনেক দূরে আত্মীয় স্বজন ছাড়া ছিলাম । ছেলেটি আবারো আমাকে বিয়ের কাগজ দেখিয়ে ব্লাকমেইল করতে লাগল ও শারীরিক সম্পর্ক করতে বাধ্য করল। আমি তার বউ, আমি তার সাথে প্রতারণা করছি সে এইসব বলে বেড়াতে লাগল। আমাকে মানসিকভাবে প্রচুর অত্যাচার করছিল এবং মানসম্মান হানি করছিল যত ভাবে করা যায়। বিয়েটা আমার অমতে ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আমি কখনো মেনে নেইনি। আমি সিদ্ধান্ত নিলাম, তার কাছে এটি বিয়ে হলে তার মত করেই ডিভোর্স দিব। আমি আইনগতভাবে ঐ বিয়ের ১বছর ৩মাসের মাথায় ডিভোর্স দেই, যখন আমার বয়স সাড়ে ১৬
আমি অনেক আলেমের প্রশ্ন উত্তর গুলো দেখেছি, যেখানে বলা অভিভাবক ছাড়া বিয়ে বাতিল হয়ে যায়। আমার বাড়ির কেউই আমার এসব ঘটনা জানেন না। আমার প্রশ্ন, আমার কি বিয়েটা আসলেও হয়েছিল? যদি না হয়ে থাকে তাহলে আমি যেনার পাপে পাপী? আমি এখন অন্য কাউকে বিয়ে করতে চাই, পাত্রপক্ষকে আমি কি বলব, আমি ডিভোর্সি নাকি অবিবাহিত? নাকি অতীতের কিছুই জানাবো না? উল্লেখ, পূর্বের সেই ছেলেটি আমার বিয়ে এবং বিয়ের পরে ঝামেলা করবে এরূপ আশঙ্কা আছে। আমি আল্লাহ্ র উপর ভরসা করে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু এমন সব প্রশ্ন বারবার মনে ভেসে উঠছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি দ্বীনের পথে ফিরে এসেছেন এ জন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশের পরিপেক্ষতে এই বিয়ে হয়ে গিয়েছে বলেই ধরে নেয়া হবে। যদিও এই বিষয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। বিস্তারিত জানতে আমাদেরে দেয়া 0041 নং প্রশ্নের উত্তর দেখুন। আর আপনার ডিভোর্স শরীয়াহ অনুযায়ী ছিল কি না সেটা স্থানীয় কোন অভিজ্ঞ আলেমের নিকট থেকে জেনে নিবেন। তাকে সব কাগজপত্র দেখাবেন। যদি তালাক হয়ে থাকে তাহলে এখন বিয়ে করতে পারবেন। অন্যথায় শরীয়াহ অনুযায়ী তালাক গ্রহনের পরই কেবল অন্যত্র বিবাহ করতে পারবেন। নতুন করে বিয়ে করার সময় যদি পাত্র-পক্ষকে আগের বিয়ের কথা জানাতে হবে, নয়তো তারা প্রবঞ্চনার শিকার হবে। কারণ অনেকে ডিভোর্সিকে বিয়ে করতে চাই না, কুমারী মেয়েকে বিয়ে করতে চাই। আর রেজিষ্ট্রেশনের সময় তো এই বিষয়টি উল্লেখ করতে হবেই। ৮-১০ বছর পরেও সেই ছেলের থেকে যেহেতু ঝামেলার আশঙ্কা আছে, তাই সেই ছেলের পরিবারের সাথে যোগাযোগ করে ঝামেলা মিটিয়ে ফেলুন। নয়তো আরো বড় ঝামেলায় পড়তে পারেন। প্রয়োজনে 01734717299। যে কোন দিন এশার পর।