আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4900

বাতিল ফিরকা

প্রকাশকাল: 30 জুন 2019

প্রশ্ন

আসসালামুআলাইকুম সম্মানিত শাইখ।আমার প্রশ্ন হচ্ছে, আমি সম্প্রতি একজন শাইখের মুখ থেকে শুনেছি যে জামাত শিবির নাকি স্পষ্ট কুফরিতে লিপ্ত । আমি জানি না এই বিষয়ে। আমি তাদের ইসলামি কাজকে সমর্থন করি। আমি জানি না আপনি তাদের সমর্থন করেন নাকি করেন না। আমি আপনাকে আল্লার জন্য ভালোবাসি। দয়াকরে আমাকে সঠিকভাবে বুঝিয়ে বলবেন । জাযাকআল্লাহ।

উত্তর

কোন মানুষ বা সংগঠন সম্পূর্ণ ভুল-ত্রুটির বাইরে থাকবে, এরকম ভাবনা অমূলক। যে ব্যক্তি বা সংগঠন ইসলাম প্রচার করে বা প্রতিষ্ঠার জন্য কাজ করে আমরা তাদের আল্লাহর জন্য ভালবাসি। তবে তাদের ভুল-ত্রুটি নজরে আসলে সাধ্যের মধ্যে সংশোধন করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে তাদের প্রতি সাধারণ সমর্থন অব্যাহত রাখতে হবে। ফতোয়া দিয়ে কাফের বানিয়ে দেওয়া কোন বুদ্ধিমান ইসলামপ্রিয় মানুষের কাজ নয়।