বিয়ের পর যদি নির্জনবাস বা সহবাস না হয়ে থাকে এবংস্বামী ভিন্ন ভিন্ন শব্দে তিনটি তালাক দিয়ে থাকে তাহলে প্রথমটির দ্বারা হানাফী ফিকহ অনুযায়ী এক তালাকে বায়েন পতিত হবে। বাকি দুটো দিয়ে কোনো তালাক পতিত হবে না। সে ক্ষেত্রে তার স্ত্রীকে পুনরায় বিয়ে করে নিলেই হয়ে যাবে। ভিন্ন কিছু শর্তে বহু আলেমের মতে ৩ তালাক পতিত হবে। আর এক শব্দে তিন তালাক দিলে সর্বাক্যমতে তিন তালকাই পতিত হবে। তিন তালাক পতিত হলে ঐ স্ত্রী অন্য ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর সেই স্বামী যদি তাকে তালাক দেয় অথবা মারা যায় তাহলে আগের স্বামী পুনরায় তাকে বিয়ে করতে পারবে। অন্যথায় নয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَتَرَاجَعَا
অতএব যদি সে তাকে তালাক দেয় তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে। অতঃপর সে (স্বামী) যদি তাকে তালাক দেয়, তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে, তারা একে অপরের নিকট ফিরে আসবে। [সূরা বাকারা, আয়াত: ২৩০]
নীচের হাদীসটি লক্ষ্য করুন: عَنْ مُحَمَّدِ بْنِ إِيَاسِ بْنِ الْبُكَيْرِ، أَنَّهُ قَالَ: طَلَّقَ رَجُلٌ امْرَأَتَهُ ثَلاَثًا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا، ثُمَّ بَدَا لَهُ أَنْ يَنْكِحَهَا، فَجَاءَ يَسْتَفْتِني، فَذَهَبْتُ مَعَهُ أَسْأَلُ لَهُ، فَسَأَلَ أَبَا هُرَيْرَةَ وَعَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ, عَنْ ذَلِكَ فَقَالاَ: لاَ نَرَى أَنْ ينْكِحَهَا حَتَّى تَزوج زَوْجًا غَيْرَكَ، قَالَ: إِنَّمَا كان طَلاقِي إِيَّاهَا وَاحِدَةٌ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: إِنَّكَ أَرْسَلْتَ مِنْ يَدِكَ مَا كَانَ لَكَ مِنْ فَضْلٍ.
মুহাম্মাদ ইবনে ইয়াস ইবনে বুকাইর বলেন, একজন লোক সহাবাসের পূর্বেই তার স্ত্রীকে ৩ তালাক দিলো। তারপর সে তাকে পূনরায় বিবাহ করতে চাইলো তাই সে ফাতওয়া জিঞ্জাসা করতে আসলো। আমিও তার সাথে গেলাম। সে আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রা. এই বিষয়ে জিঞ্জাসা করলে তারা বললো, অন্য স্বামীকে ঐ মহিলা বিবাহ না করলে তুমি তাকে বিবাহ করতে পারবে না। তখন লোকটি বললো, আমি তো তাকে কেবল মাত্র একটি তালাকই দিতে পারি। (অর্থাৎ সহবাসের পূর্বে তো আমি তাকে একটি মাত্র তালাক দেয়ারই অধিকার রাখি)। এর জবাবে ইবনে আব্বাস বললেন, তোমার হাতে যা ছিল তুমি সব খরচ করে ফেলেছো (অর্থাৎ সর্বাধিক ৩ তালাক দিয়ে ফেলেছো), তোমার হাতে আর অতিরিক্ত কিছু নেই। মুয়াত্তা মালিক, হাদীস নং ১১৮০।