আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4862

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 মে 2019

প্রশ্ন

আমি তালাকের মাসয়ালা জানতামনা আগে। মাত্র দুইদিন হয়েছে জানছি। তো এর আগে আমি স্ত্রীকে আমাকে ছেড়ে দেও চলে যাও অন্যখানে বিয়ে করে নেও আমি পারবো না রাখতে এমন অনেক কিছু বলেছি যদিও তালাক শব্দটা কখনো ব্যবহার করি নাই আর তালাকের নিয়ত ও ছিলোনা হতাশ হয়ে বলতাম। কিন্তু আমার স্ত্রী বলতেছে আমার নিয়ত ঠিক নাই, আমি নাকি মন থেকে চাই ও চলে যাক, গেলেও ওরে নাকি আটকাবো না। কখনো কোনো শারীরিক সম্পর্ক হয় নাই আমাদের। তো আমাদের কি তালাক হয়ে গেছে?

উত্তর

উক্ত শব্দগুলো দ্বারা যদি আপনি তালাকের নিয়ত না করেন তাহলে তালাক হবে না। তালাকের নিয়ত করলে তালাক হবে। শারীরিক সম্পর্ক না হলেও তালাক পতিত হবে যদি আপনি তালাকের নিয়ত করেন। বিস্তারিত জানতে দেখুন: https://www.islamweb.net/ar/fatwa/291850/%D8%AD%D9%83%D9%85-%D9%82%D9%88%D9%84-%D8%A7%D9%84%D8%B2%D9%88%D8%AC-%D8%A7%D8%B0%D9%87%D8%A8%D9%8A-%D9%88%D8%A7%D8%A8%D8%AD%D8%AB%D9%8A-%D8%B9%D9%86-%D8%B2%D9%88%D8%AC-%D8%A2%D8%AE%D8%B1