আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4819

যিকির দুআ আমল

প্রকাশকাল: 10 এপ্রিল 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
ফরজ নামাজের পর কোন কারণে ব্যস্ততা বা সময় স্বল্প থাকলে, সুন্নত নামাজ পড়া উত্তম নাকি সুন্নত জিকির-আজগার করা ( যেমন ৩৩ বার তাসবীহ, আয়াতুল কুরসি, সূরা ইখলাস)
ফরজ নামাজের পর যেসব জিকির দোয়া রয়েছে সেগুলো কি ফরজের পর সুন্নত পড়েও পড়লে সমান সওয়াব পাওয়া যাবে? দোয়া জিকির পড়তে কোথাও নির্দিষ্ট করে বসে থাকতে হয় না, মসজিদ থেকে বের হওয়ার পরও হাটতে হাটতে পড়া যায়; কিন্তু সুন্নত নামাজ তো পড়তে হয় মসজিদে থেকে। এখানে কতটুকু ছাড় এবং কোনটি সুন্নত জানাবেন দয়া করে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।

উত্তর

ওয়া অলাইকুমুস সালাম। ফরজ নামাযের পর সময় কম থাকলে সুন্নাত নামায পড়ে মসজিদ থেকে বের হয়ে নামায পরবর্তী যিকিরগুলো করতে পারবেন।