আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4818

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 9 এপ্রিল 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ডাক্তার এর কাছে গেলে তারা কিছু পরিক্ষা নিরিক্ষা করতে দেই যেমন সনো করা, এক্সরে করা, সেখানে পুরুষ মানুষ এগুলো করে, কোনো সনো টাওয়ারেই মহিলা মানুষ দ্বারা এগুলা করা হয় না, তাহলে এক্ষেত্রে আমরা কি করবো? সেখানে তো পেটের কাপড়, বুকের কাপড় সরানো লাগে, পুরুষ মানুষ টার নজর পরে, আমাদের কি গুনাহ হবে? বা আমাদের করনীয় কি হতে পারে এই বিষয়ে বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মহিলা চিকিৎসক যদি না পাওয়া যায় তাহলে গুনাহ হবে না ইনশাআল্লাহ।