আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4813

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 এপ্রিল 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি ১৮ বছর বয়সী একজন নারী। সম্প্রতি আমি বিয়ে করার প্রয়োজনীয়তা অনুভব করছি।কিন্তু আমার বাবা মা সচেতন মুসলিম হওয়া সত্ত্বেও আমি প্রতিষ্ঠিত হওয়ার আগে আমার বিয়ে দিতে চান না। এসবের এখনো ৬-৮ বছর বাকি।অন্যের বিয়ে বিষয়ে কথা বললেও থামিয়ে দেন।তাড়াতাড়ি বিয়ের জন্য আল্লাহর কাছে কি আমল করা যেতে পারে? এছাড়া আমার এক বিবাহযোগ্য উত্তম চরিত্রবান ও মুমিন আত্মীয় আছেন। তাকে আমি বিয়ে করতে ইচ্ছুক। বললে পরিবারে আমাকে অবজ্ঞার শিকার হতে হবে।তাই বলতেও পারছি না।এক্ষত্রে আমি কি করতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মেয়েদের প্রতিষ্ঠিত হওয়া এগুলো নন-মুসলিম পশ্চিামাদের ধ্যান-ধারণা। দু:খজনকভাব এই নষ্ট কালচার আমাদের ভিরত ঢুকে পড়েছে। আপনি অবজ্ঞার শিকার হলেও বিয়ের প্রয়োজনীয়তার বিষয়টি আপনার পিতা-মাতেকে বলুন, আমি পাপ থেকে বাঁচতে চান এটা তাদেরকে ভালো করে বুঝাতে চেষ্ট করুন। বিয়ের পরও যে প্রয়োজনে পড়াশোন করা যায় এটা তাদের মাথার ভিতর ঢুকান। আর নিচে দুআগুলো নামাযের সাজদার মধ্যে, দুআ মাসুরার সময় এবং অন্যান্য যে কোন সময় বেশী বেশী পাঠ করবেন। নামাযের পর নিজের ভাষায় আপনার হৃদয়ের কথাগুলো আল্লাহর কাছে খুলে বলুন। আল্লাহ আপনার সমস্যা দূর করে দিন।