আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4812

নামায

প্রকাশকাল: 3 এপ্রিল 2019

প্রশ্ন

আস-সালামু ওয়ালাইকুম। করোনার কারণে লকডাউন থেকে আমি মসজিদে ফরজ নামাজ (জুমা সহ )আদায়ে যাচ্ছিনা। অনেককেই যেতে দেখছি, আমারও যেতে ইচ্ছে করে। যেহেতু আমি পঞ্চাশোর্ধ, ডায়েবটিস, সহ কিছু অসুস্থতা আছে তাই এই ব্যাবস্থা। বাসায় নিয়মিত ফরজ আদায় করি। এতে কি আমার নামাজ হচ্ছে না? আর আমি গোনাহগার হচ্ছি কিনা। ধন্যবাদ। ভালো থাকবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মসজিদে যাওয়ার সুযোগ থাকা সত্বেও এভাবে অজানা ভয়ে মসজিদে না যাওয়া মোটেও ভালো কোন কাজ নয়। মসজিদে যেতে হবে, মসজিদে গিয়ে ভালো থাকার জন্য আল্লাহর কাছে দোআ করতে হবে।সুতরাং আজ থেকেই আপনি মসজিদে যাবেন।