১. আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটি হলো-আমার আন্ডার গার্মেন্টস পস্রাব বা মোযির কারণে অপবিত্র ছিল। তার উপর প্যান্ট পড়া ছিল। এখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপরের প্যান্টে লেগে (উল্লেখ্য এমন ছিঁটায় প্যান্ট ভিজে না বা ভিজলেও এমন পরিমাণ যা নিংড়ালে কিছু বের হয় না) সেখান থেকে যদি সূচাগ্র পরিমাণ পানির ছিঁটা পায়ে বা জুতায় পড়ে তবে কী আমার পা বা জুতা নাপাক হবে?উল্লেখ্য যে, উপরের প্যান্টটি নাপাক ছিলো না। ২. আমি ওয়েবসাইট থেকে জেনেছিলাম- নাপাক ভেজা কাপড়ে পবিত্র শুকনা কাপড় লেগে পবিত্র কাপড়টি নাপাক হতে হলে পবিত্র শুকনা কাপড়টিতে নাপাকি লেগে এমনভাবে ভিজতে হয় যেন নিংড়ালে নাপাকি বের হয়। অনুগ্রহ করে বিষয়গুলো সম্পর্কে আমাকে জানিয়ে নিশ্চিন্ত করবেন ও সঠিক তথ্য জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।