আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4797

বিবিধ

প্রকাশকাল: 19 মার্চ 2019

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার ছোট ছোট কয়েকটা প্রশ্নঃ
১। কেউ যদি মন থেকে কোনো ব্যক্তির কাছে ক্ষমা প্রার্থনা করে আর ওই ব্যাক্তি যদি ক্ষমা না করেন বা না করতে চেয়ে বলেন আমি ক্ষমা করবো না তাহলে ক্ষমাপ্রার্থীর করনীয় কি?
২। অমুসলিম বা অন্য ধর্মের কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন? উত্তরে কি ;আলহামদুলিল্লাহ ভাল আছি বলা যাবে কিনা? তাদের কেউ কেউ সালাম দিলে, তার উত্তরে ওয়ালাইকুম আস-সালাম বলা সঙ্গত কিনা?
৩। নামাজে সুরা পড়তে গিয়ে হটাৎ যদি কোনো একটা আয়াতের ভুল উচ্চারণ হয় বা আয়াত বাদ পরে যায়, সুরা শেষ হওয়ার আগেই যখন বোঝা গেল তখন কি পুরো সুরাটি আবার পড়া উচিত নাকি যে আয়াতটি ভুল হয়েছে সেখান থেকে বাকি পুরো অংশ আবার পড়া উচিত। আর সাহু সিজদা দিতে হবে কিনা?
৪। নামাজের সময় মেহমান এলে কি তাকে বসিয়ে রেখে বলা যাবে কিনা একটু বসেন, আমি নামাজ সেরে আসছি। এটা রিয়া হবে কিনা?
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ক্ষমা চাইলে ক্ষমা করা ইসলামের শিক্ষা। ক্ষমা চাওয়ার পর ব্যক্তির আর কিছু করার থাকে না ২। জ্বী, আলহামদুলিল্লাহ বলা যাবে। তবে সালামের উত্তরে শুধু ওয়া আলাইকা এতটুকু বলবে। ৩। যে আয়াতটাতে সমস্যা হয়েছে শুধু সেই আয়াতটা পড়লেই হবে। সাহু সাজদা দিতে হবে না। ৪। এটা স্থান-কাল-পাত্রের উপর নির্ভর করে। সব সময়ের অবস্থা এক না।