আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4794

অর্থনৈতিক

প্রকাশকাল: 16 মার্চ 2019

প্রশ্ন

যাকাত পাওয়ার উপযুক্ত কাউকে যাকাত দিয়ে খাত নির্দিষ্ট করে দেয়া যাবে কিনা? মাসে মাসে দেয়া যাবে কিনা?যেমন, মাসিক এ টাকাটা দিলাম আপনার ছেলের মাদ্রাসার খরচ বাবদ। জানাবেন।

উত্তর

যাকাত গ্রহীতার স্বার্থে মাসে মাসে দেয়া যাবে। খাত এভাবে আপনি বলতে পারেন, যাতে টাকাটা নষ্ট করে না ফেলে।