আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4795

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 মার্চ 2019

প্রশ্ন

আছছামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ?আমার প্রশ্ন হচ্ছে ফজরের নামাজ আদায় করার পর থেকে জোহর নামাজ পর্যন্ত কিছুটা দীর্ঘ সময়। জোহর নামাজের আগে গ্রামের সকলেই গোসল করে। ফজরের নামাজের পর থেকে জোহর নামাযের গোসলের আগ পর্যন্ত প্রশাব করে পানি বা টিস্যু ব্যবহার না করলে কি গুনাহ হবে। জানালে খুবই উপকার হয়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গুনাহ হবে না, তবে অযথা এতো দীর্ঘ সময় অপবিত্র অবস্থায় আমরা থাকবো কেন? রাসূলুল্লাহ সা. সাধারণত সব সময় পবিত্র থাকতেন।