আসসালামু আলাইকুম
শায়েখ, আমি বিতর নামাজ কখনো এশার নামাজের সাথে পড়ি, কখনো ঘুমানোর আগে পড়ি আবার কখনো শেষ রাত্রে তাহাজ্জুদের সাথে পড়ি। এভাবে পড়লে কি সমস্যা আছে?
আর তাহাজ্জুদের পরে পড়ার জন্যে ঘুমিয়ে গেলে হঠাৎ কোনদিন ঘুম ঠেকে উঠে দেখি ফজর এর ওয়াক্ত শুরু হয়েছে তখন বিতর নামাজটা কখন পড়বো?