আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4732

জাদু-টোনা

প্রকাশকাল: 13 জানু. 2019

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমরা ৩৩ শতক করে জমি ১ লক্ষ টাকা দিয়ে বন্ধক নিয়ে থাকি। ১ বছর পর যাদের জমি তারা ১ লক্ষ টাকা ফেরত দিয়ে জমি নিয়ে নেয়। আর আমরা ১ বছর জমিটা ভোগ করি। এটা কি বৈধ? কুরআন সুন্নাহর আলোকে জানতে চাই। আবু হানিফ, রংপুর।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এটা সম্পূর্ণ অবৈধ, সুদ হিসেবে গণ্য। ইসলামী বিধানমতে জমি বন্ধক দেয়ার ওনেয়ার নিয়ম হলো, বন্ধক দাতা যে টাকা গ্রহিতার কাছে থেকে নিবেন প্রতি বছর ফসলের বিনিময়ে সে টাকা থেকে একটিযৈাক্তিক পরিমাণ টাকা কমে যাবে। যেমন যদি কেউ ১লক্ষ টাকার বিনিময়ে একটি জমি বন্ধক রাখলো। আরঐ জমিতে ১০হাজার টাকার ফসল প্রতি বছর হয় তাহলে প্রতি বছর এক লাখ টাকা থেকে ১০ হাজার টাকা কমে যাবে। উল্লেখ্য ফসলের দাম নির্ধারনের ক্ষেত্রে কিছুটা কমবেশী করা যেতে পারে, তবে অযৈাক্তিক কোন দাম যেন নির্ধারণ না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া এই ধরনের কোন চুক্তি করা যেতে পারে, যেখানে ফসলের বিনিময়ে জমির মালিক অর্থ পাবে। বর্তমানে আমাদের দেশে যা করা হয় অর্থাৎ টাকা নিয়ে যতদিন টাকা দিতে পারবে না ততদিন জমির ফসল বন্ধকগ্রহিতার এরপর যখন টাকা দিবে তখন পূর্ণ টাকা নিয়ে জমি ফিরিয়ে দেয়া এটা সম্পূর্ণ সুদ। এই সুদ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। দলীলসহ বিস্তারিত জানতে আমাদের দেয়া 3004 নং প্রশ্নের উত্তর দেখুন।