আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4733

বিবাহ-তালাক

প্রকাশকাল: 14 জানু. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। বিবাহের দেন মোহর কি ছেলেকে তার আয় থেকেই আদায় করে দিতে হবে নাকি বাবা-মা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে? বাবা-মা দিলে কি বিবাহ নাজায়েয হয়ে যাবে? দেন মোহর সংক্রান্ত বিধি-বিধান বিস্তারিত জানালে উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাবা-মা দিলেও আদায় হয়ে যাবে। বিবাহে দেনমোহর দেয়া আবশ্যক। বাসর করার পূর্বেই দেনমোহর দেয়া উত্তম। পরে দিলেও আদায় হয়ে যাবে।