আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 471

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 15 মে 2007

প্রশ্ন

স্যার কারো শারিরিক প্রব্লেম থাকলে সে কি দাড়িয়ে প্রসাব করতে পারবে ্এবং সে কি শুধু টিস্যু ব্যবহার করতে পারবে পানি ছারা?

উত্তর

হাঁ, শরীরে সমস্যার কারণে বসে প্রসাব করা কষ্টকর হলে দাঁড়িয়ে প্রসাব করতে পারবে। শুধু টিস্যু দ্বারা যদি পবিত্রতা অর্জন হয়ে যায়। তাই শুধু টিস্যু ব্যবহার করতে পারবেন। তবে পানি ব্যবহারের বিশেষ ফজিলত হাদীসে উল্লেখ আছে।