আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 472

নামায

প্রকাশকাল: 16 মে 2007

প্রশ্ন

Dear Sir, My question is do I need to make Niaht in Salah? or only my intention will be enough. I was making Niaht in Arabic before, but recently I was told it is Bidat. Rasulullah did not do it. Secondly, where I will find how to do every steps of Salah accoring to Hadith? Kind regadrs, Ashraf

উত্তর

নিয়ত হচ্ছে হ্নদয়ের ইচ্ছা। সুতরাং ইচ্ছাটাই এখানে মুখ্য। মুখে নিয়ত করা না করা কোন বিষয় নয়। মুখে নিয়ত করার কথা হাদীসে উল্লেখ নেই তাই মুখে নিয়তের বিশেষ কোন ফজিলত নেই। বর্তমানে বাংলা ভাষায় এই বিষয়ে কোন ভাল বই আছে বলে মনে হয় না। রাহে বেলায়াতএ সালাত বিষয়ে একটি অধ্যায় আছে। সালাত বিষয়ে একটি বই বাংলা ভাষায় আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হবে ইনশাআল্লাহ।