Assalamu Alikum Orahmatullah আমার জমি থেকে বছরে 2-3 টি ফসল হয়। এখন ঐ ফসল বিক্রির টাকা দিয়ে যাবতীয় সংসারিক খরচ চলে। জানার বিষয় হল, ঐ ফসল যখন ওঠায় তখন ওষর আদায় করি,কিন্তু বছর শেষে দেখা গেল ঐ ফসল বিক্রিত টাকার পরামান সহিবে নেসাবের সমান থেকে বেশি, এখন এই ফসলবিক্রিত টাকার কি পুনরায় যাকাত দিতে হবে? যদিও পূর্বে আমি ওশর দিয়েছি?