আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4702

অর্থনৈতিক

প্রকাশকাল: 14 ডিসে. 2018

প্রশ্ন

১. স্বামী/স্ত্রী মৃত স্ত্রী/স্বামীকে গোসল এবং দাফন করতে পারবে কি?
২. দাদার ভাই কি মাহরাম পুরুষ? ৩. মো: জিল্লুর রহমান, নাম রেখেছে পরিবার থেকে এবং সমস্ত প্রয়োজনীয় জায়গাতেও এটা দেওয়া, নাম পরিবর্তন না করলে এই নামে আমার কি হাশরের ময়দানে সমস্যার সম্মুখীন হতে হবে?

উত্তর

স্ত্রী মৃত স্বামীকে গোসল দিতে পারবে, তবে স্বামী মৃত স্ত্রীকে গোসল দিতে পারবে কি না এই নিয়ে আলেমদের মাঝে কিছুটা মতভেদ আছে। তবে প্রয়োজনে গোসল করালে আশা সমস্যা হবে না। ২। দাদার ভাই মাহরাম। তার সাথে দেখা সাক্ষাত জায়েজ। ৩। না, যে ধরণের পরিস্থিতিতে আমাদের দেশে এমন নাম রাখা হয় তাতে নামের কারণে আল্লাহ আমাদের ধরবেন না ।