আমার একটা প্রশ্ন আমরা কিছু যুবক মিলে, সুবহান আল্লাহ,আলহামদুলিল্লাহ,লা ইলাহা ইল্লাল্লাহ,আল্লাহু আকবার,আস্তাগফিরুল্লাহ এই পাচটা শব্দ প্লেন সীটের ওপর স্টিকার লাগিয়ে পুরো উপজেলায় রাস্তায় গাছে গাছে ২ ইঞ্চি চিকন লোহা গেরে লাগাচ্ছি। অনেকে বলছে গাছকে কষ্ট দিয়ে লোহা গেরে এগুলো লাগানো ঠিক না। আমার সহজে তাদের বলি,আল্লাহ গাছ সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য,আমরা জীবন্ত গাছ কেটে সামগ্রী বানাই। সেক্ষেত্রে জিকির সম্বলিত সাইনবোর্ড আমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় শায়েখ আপনি যদি ভিডিও আকারে এই বিষয়ে বলতেন কৃতজ্ঞ হবো এবং ভিডিও ক্লিপটা আমরা মানুষের প্রশ্নের উত্তর হিসেবে প্রচার করব।