আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4678

বাতিল ফিরকা

প্রকাশকাল: 20 নভে. 2018

প্রশ্ন

আহলে কোরআন 2রোমম্যাট এর সাথে বিতর্ক করতে করতে, আমার বড়ভাই এখন তাদের সমর্থন করতেছে, তাদের মতে হাদিস মানা জাবেনা, শুদু কোরআন মানতে হবে, আমার ভাই স্কুলে কলেজে পড় ছিলো, চোট থেকেই কুরআন হাদিস নিয়ে নিয়মিত ঘবেষনা করতো,লাস্ট 5 বছর আহালে হাদিসের নিতিতে চলতো।সে এখন হাদিসের আমল ছেড়েদিচ্চে . এখন আমি কিভাবে এরথেরে পিরিয়ে নিয়ে আসবো? আমি মাদ্রাসার ছাত্র ছলিাম। তারা সালাতের শব্দের আর্থ বলে মানুষের কল্যানে যেই ভালো কাজ করে তােই সালাত!

উত্তর

হাদীস ব্যতীত কুরআন মানা সম্ভব নয়। যে চুড়ান্ত ভ্রষ্ট হয়ে যায় তাকে ফিরানো খুব কঠিন। সে সব জেনে শুনেই ভ্রষ্টতার পথ গ্রহণ করেছে। এখন আপনার কাজ হলো তাকে এড়িয়ে চলা। নয়তো সে আপনাকেও ঐ পথে নিয়ে যেতে পারে, আপনিও বিপদে পড়তে পারেন। হাদীসের প্রামাণ্যতা সম্পর্কে জ্ঞান না থাকার কারণে মানুষ এমন বিপদগামী হয়। যদি সম্ভব হয় এই বিষয়ে ভালো জানাশোনা আছে এমন কাউকে দিয়ে বিষয়টি তাকে বুঝানো যে, কুরআন যেভাবে আল্লাহ হেফাজত করেছেন, হাদীসও সেভাবে হেফাজত করেছেন, কুরআন যেমন ওহী, হাদীসও ওহীর অন্তর্ভূক্ত।