আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4676

অর্থনৈতিক

প্রকাশকাল: 18 নভে. 2018

প্রশ্ন

আমি এমন ১টা জব করি যেখানে আমার কর্ম প্রত্যক্ষ সুদের সাথে জড়িত। ঘরে আমার অসুস্থ মা,আর বিয়ে না হওয়া বয়স্কা বোন আছে। আমার বয়স ৩১। আমি নিজেও বিয়ের উপযুক্ত। এখন আমার মন চায় না সুদের কারবারি প্রতিষ্ঠানে জব করতে। চাকরি চলে গেলেও বিপদ। আমাকে সাহায্য করুন কাজ অথবা সহয়তামূলক পরামর্শ দিয়ে।

উত্তর

আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন, আপনাকে একটা উত্তম কাজের ব্যবস্থা করে দিন। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩। সুতরাং আপনি অতি সাধারণ হলেও হালাল কোন পেশা বেঁছে নিন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে পর্যাপ্ত পরিমাণ হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন।