আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4630

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 অক্টো. 2018

প্রশ্ন

কেউ আমাদের কিছু দিলে বা খাওয়ালে আমারা তাদের জন্য যে দোয়া করি জাজাকাল্লাহ খইরন। আমার পরিবার যে আমাকে কত কিছু দেয় খাওয়ান তাদের জন্য কি এই দোয়া করা যাবে?আমি খাওয়া শেয এ শুকরিয়া আদায় করি আবার এই দোয়াও করি তাদের জন্য এটা কি ঠীক আছে নকি ভুল আমল?

উত্তর

হ্যাঁ, উক্ত দেআ পরিবারের লেকদের জন্যও করা যাবে, শুকরিয়া আদায় এবং এই দোআ একসাথে করতে কোন বাঁধা নেই।