আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4629

বিবিধ

প্রকাশকাল: 2 অক্টো. 2018

প্রশ্ন

শায়েখ আমার জন্য এই প্রশ্নের উত্তর জানা খুব জরুরি#My Question:(এভাবে লেখাতে mind করবেন না প্লিজ)আমার আম্মুর পাইলস typer রোগ হইছে। আম্মু অপারেশন করতে ভয়+লজ্জা পাচ্ছে। So my question is:এক হিন্দু কবিরাজ এর দেওয়া গাছের নিচের অংশ তাবিজ এ ভরে পরা কি শিরক বা নাজায়েয হবে?

উত্তর

জ্বী, এভাবে গাছ তাবিজে ভরে ব্যবহার করা যাবে না। গাছ ওষুধ হিসেবে, যেমন চূর্ণ করে লাগাতে কোন সমস্যা নেই। এই রোগ বহু মানুষের হয়। ভয়-লজ্জার কিছু নেই, আধুনিক চিকিৎসা গ্রহণ করা সবচেয়ে নিরাপদ।