আসসালামু আলাইকুম। একজন নারী সবরকমের সতর্কতা নেয়ার পরও কোন পুরুষ কর্তৃক সেক্সুয়াল হ্যারাসমেন্টের(নোংরা কথা, ইঙ্গিত, স্পর্শ ইত্যাদি) শিকার হলে সেক্ষেত্রে ইসলামিক আইনে ঐ পুরুষের শাস্তি কী? আর যদি উক্ত নারীর সতর্কতায় ত্রুটি থাকে (প্রত্যেক বান্দারই ত্রুটি বিচ্যুতি হয়ে যায়) সেক্ষেত্রে বিধান কী হবে?