আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4624

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 সেপ্টে. 2018

প্রশ্ন

السلام عليكم ورحمة لله وبركاته….
আমার বাসা দৌলত পুর, কুষ্টিয়া। এখানে প্রচুর তামাক চাষ হয় । এইখানে তামাক একটি অর্থকরী ফসল । আমার প্রশ্ন হল, তামাক চাষ সম্পর্কে ইসলাম কি বলে?

উত্তর

তামাকজাত দ্রব্য খাওয়া হারাম। সুতরাং তামাক উৎপাদন, বাজারজাত, বিক্রি সবই হারাম।তামাক এবং তামাকজাত দ্রব্য মানুষকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে ধ্বংস করে। তামাকের কারণে বিশ্বে লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। এটার ভিতর উপকারী কোন কিছু নেই ক্ষতি ছাড়া। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَلاَ تُلْقُواْ بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সূরা বাকারা, আয়াত ১৯৫।