আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4625

হালাল হারাম

প্রকাশকাল: 28 সেপ্টে. 2018

প্রশ্ন

শায়খ আসসালামুয়ালাইকুম, আমার প্রশ্নটা হল যে, আমার এক অফিসের কলিগ হিন্দু, উনি আমার সাথে থাকতে চায় অর্থাৎ আমি মেসে থাকি উনি আমার সাথে থাকতে চায় রুমমেট হিসেবে আমার রুমে। আমি প্রাক্তিসিং মুসলিম । আমি কি তার সাথে থাকতে পারব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার মতো সে যদি প্র্যাক্টিসিং হিন্দু হয় তাহলে তো সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ সে রুমের ভিতর মূর্তি নিয়ে আসবে, মূর্তিদের শ্রদ্ধ করবে। আপনি ভোরে ফজরের নামাযের জন্য উঠবেন, এতে তার সমস্যা হতে পারে। এসব দিকে লক্ষ্য রেখে আলাদা রুমে থাকা ভালো।