ইসলামের ইতিহাসে শুধু মাহিলারা কখনোই ইদের নামাযের জামাত করে নি, সুতরাং মহিলাদরে ঈদের জামাতে মহিলারা ইমামতি করার কোন দলীললও পাওয়া যাবে না। এই ধরণের উদ্ভট চিন্তা বাদ দেওয়া আবশ্যক। ঈদের জামাত হবে বড় মাঠে, যেখান অনেক মানুষ একসাথে নামায় আদায় করবে, মহিলাদের জন্য পর্দার সাথে নামাযের ব্যবস্থা থাকলে যেতে পারবে। ইমাম পুরুষ হবে, একজনই হবে।