আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4557

নামায

প্রকাশকাল: 22 জুলাই 2018

প্রশ্ন

আচ্ছালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু । চার রাকাত বিশিষ্ট ফরজ নামজে যদি আমি ইমামের পিছনে দুই রাকাত পায় তাহলে বাকি দুই রাকাতে সৃরা ফাতিহার সাথে অন্য সৃরা মিলাবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, বাকী দুই রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো আবশ্যক।