আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4546

হালাল হারাম

প্রকাশকাল: 11 জুলাই 2018

প্রশ্ন

আমি বডি স্প্রে এর এলকোহল নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি। অনেক রকমের মত পেয়েছি। কেউ বলেন এলকোহল যুক্ত বডি স্প্রে ব্যবহার করে জায়েজ যেহেতু এলকোহল টি প্রিজারভ করার জন্য ব্যবহার কয়। কেউ বলে নাজায়েজ। কেউ বলেছে একটা % আছে যেটার উপরে বডি স্প্রে তে বিদ্যমান থাকলে তা নাজায়েজ। আসলে সঠিক মাসায়েল জানতে চাচ্ছিলাম। এমন বডিস্প্রে এর জন্য কাপড় নাপাক হবে?

উত্তর

মদ হারাম। আর এ্যালকোহল নাম হলেই সেটা মদ নয়। বড়ি স্প্রে তো সাধারণত সে এ্যালকোহল ব্যবহার করা হয় তা এক ধরণ্যে কেমিক্যাল। সুতরাং বডি স্প্রে ব্যবহারে সমস্যা নেই। তবে যদি হারাম এ্যলকোহল তথা মদ মেশানো হয় বলে জানা যায় তাহলে সেটা ব্যবহার জায়েজ হবে না।