আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4545

যিকির দুআ আমল

প্রকাশকাল: 10 জুলাই 2018

প্রশ্ন

আমাদের দেশে শুক্রবারে অনেককে প্রচলিত একটি আমল করতে দেখা যায় এবং বিভিন্ন বই গুলোতেও এটি রয়েছে। এটি হল-
হযরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার ওপর দরুদ পাঠ করা পুলসিরাত পার হওয়ার সময় আলো হবে। যে ব্যক্তি জুমার দিন ৮০ বার দরুদ পড়ে তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেয়া হয়। আবার আরেকটি জায়গায় আছে, নবী করিম (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে ওঠার আগে ৮০ বার এই দরুদ শরিফ পাঠ করে- আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিইয়্যিল উম্মিইয়ি ওয়া আলা আলিহি ওয়া আস হাবিহি ওয়াসাল্লিমু তাসলিমা। তার ৮০ বছরের পাপ ক্ষমা হয়ে যায় এবং ৮০ বছরের ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। 2. আমার প্রশ্ন হলো, এগুলো কি সহীহ হাদীস?আমল করা যাবে? আমি শুনেছি নাসিরউদ্দীন আলবানী এগুলোকে জাল হাদীস বলেছেন। জাযাকাল্লাহ খাইরান.

উত্তর

উক্ত দরুদ এবং উক্ত দরুদের ফজিলত সম্পর্কে সহীহ বা যয়ীফ কোন হাদীসই বর্ণিত নেই। যা বলা হয় সবই বানোয়াট জাল কথা। তবে জুমুআর দিনের দুআ কবুল হওয়ার বিষয়টি সহীহ হাদীস দ্বারা প্রমাণিত।