প্রশ্নঃআমি ১ লক্ষ টাকা দিয়ে ২০ কাটা জমি ১বছরের জন্য নিববন্ধকারে। ১ বছর ঐ জমির ফসল খেতে পারব। যদি সে আমাকে ১বছর পর ঐ টাকা ফেরত দিতে পারে তাহলে সে জমি ফেরত পাবে তা নাহলে সে জমি আবার ১বছর আমি খেতে পারব। যদি সে টাকা না দিতে পারে এ ভাবে চলবে। এটা কী জায়েজ হবে?