আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4524

যিকির দুআ আমল

প্রকাশকাল: 19 জুন 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শায়খ আমি রিজিক নিয়ে চিন্তিত, আমি চাকরির জন্য চেষ্টা করতেছি কিন্তু চাকরি পাচ্ছি না। দয়া করে আমাকে কিছু আমল বলে দিন, আর নেক স্ত্রী লাভেের আমল কি

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রিজিক নিয়ে কোন চিন্তা করবেন না। আল্লাহর নির্ধারিত রিজিক আপনার কাছে পৌঁছে যাবে। আপনি নিজ অবস্থান থেকে চেষ্টা করবেন। রিযিকের জন্য এই দুআটি দুই সাজদার মাঝে এবং অন্যান্য সময় বারবার পাঠ করুন। اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى এছাড়া কুরআনের এই দুআটিও নামাযে এবং অন্যান্য সময় বেশী বেশী পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং যে কোন প্রয়োজনের জন্য রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় পাঠ করতে থাকুন। নেককার স্ত্রীর লাভের জন্য এই দুআটি পাঠ করতে পারেন। رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا