আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4479

ঈদ কুরবানী

প্রকাশকাল: 5 মে 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। হুজুর আমার প্রতিবেশি এক ভাই দুদিন আগে মৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। ওনি নিয়ত করেছিলেন ধান বিক্রি করে কুরবানি দিবেন এখন ওনি তো তিনি এই দুনিয়ায় নেই ( আল্লাহ তাকে বেহেশত নসিব করুন)
এখন ওনার নামে কুরবানী দেয়া যাবে কি না?
আর যদি দেয়া যায় তাহলে কুরবানির গোশত পরিবার গ্রহন করতে পারবে কি না?
উল্লেখ্য ওনিই ছিলেন পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ওনার স্রী ও ছোটো তিন জন সন্তান রয়েছে মাসআলাটি জানালে অনেক উপক্রিত হবো। ধন্যবাদ আপনাকে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানী দেওয়া যাবে, এবং সেই গোশাত পরিবারের সবাই খেতে পারবে।