আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4478

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 মে 2018

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম,
আমি চাকরী করি, আমি আরেকজনের সাথে শরীক হয়ে গরু কুরবানি দিতে চাই। সেক্ষেত্রে আমরা ২ জনে ৩ ভাগ করে অ্যান্ড ১ ভাগ নবী করিম (সাঃ) এর নামে দিতে চাই,
আমার বাবা মারা গিয়েছেন, মা বেচে আছেন। আমার ২ ছেলে ৪ বছর ও ২ বছর এর। আমার প্রশ্ন হচ্ছে আমার ৩ ভাগ এর মদ্যে আমি কাদের নাম দিব। আমার এবং আমার ২ ছেলে?
আমার এবং আমার মা এবং আমার মৃত বাবা?
প্রসংগত, আমার মায়ের কোন আয় নাই,
আমি যতদুর জেনেছি, মৃতের নামে দিলে নফল আদায় হবে, সেক্ষেত্রে কিভাবে নাম দিলে উত্তম হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তিন ভাগের ১ ভাগ আপনার পক্ষ থেকে নিয়ত করবেন আর বাকী ২ ভাগ আপনার ইচ্ছা অনুযায়ী আরো দুজনের পক্ষ থেকে নিয়ত করবেন। বিস্তারিত জানতে ফোন করবেন 01734717299