আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4475

হালাল হারাম

প্রকাশকাল: 1 মে 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার শ্বশুরের ব্যাংকে চাকুরী ছাড়া আর কোন আয় নেই। তারা সারা জীবনের আয় দিয়ে ঢাকায় একটি ৩ তলা বাড়ি করেছে এবং সেটি পুরাটাই ভাড়া দিয়েছে। আরেকটি ফ্ল্যাট কিনেছে যেখানে পুরো পরিবার সহ থাকে। আমার বাবা মা মফস্বলে থাকে আর আমি ঢাকায় একটি মেসে থেকে ছোট চাকুরী করছি। এজন্য স্ত্রীকে আমি আপাতত শ্বশুর বাড়িতে রাখতে চাচ্ছি, মাঝে মাঝে শ্বশুর বাড়িতে বেড়াতে যাই। এক্ষেত্রে তাদের পরিবারের মোট মেম্বারের গড় হিসাবে আমার স্ত্রীর খাওয়া দাওয়ার টাকা আমার শ্বশুরকে দিয়ে দিতে চাই। আমি মনে করি আমার স্ত্রী তার বাবার হারাম আয় থেকে খাওয়া হবে না। প্রশ্ন ১: আমার স্ত্রীর কি ইবাদত কবুল হবে যেহেতু সে আমার আয়ের টাকায় খাবে?
প্রশ্ন ২: এক্ষেত্রে আপনার শ্বশুর কে কি তার বাসায় আমার স্ত্রীকে রাখার জন্য কিছু অংশ বাসা ভাড়া দিতে হবে?
প্রশ্ন ৩: ইবাদত কবুল না হবার শর্তের মধ্যে হারাম খাওয়া বা পরার মধ্যেই সীমাবদ্ধ? নাকি হারাম আয়ের টাকায় ফ্ল্যাটে থাকার জন্য এর ব্যাঘাত হবে?
একটু বিস্তারিত উত্তর পেলে খুশি হতাম

উত্তর

ওয়া আলাকুমুস সালাম।ইবাদত কবুল না হবার শর্তের মধ্যে হারাম খাওয়া, পরা, থাকা মোট কথা জীবন চলতে গিয়ে যা কিছুর প্রয়োজন হয় সব কিছুর অন্তর্ভূক্ত। সুতরাং আপনি স্ত্রীকে রাখার জন্য কিছু অংশ বাসা ভাড়া দিয়ে দিবেন।