আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4476

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 2 মে 2018

প্রশ্ন

একজনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। পরিবার থেকে আমাদের বিয়ে একবছর পর বিয়ে দিবে। আমরা একই প্রতিষ্ঠানে চাকুড়ি করছি বিধায় নিজেরা আগেই পরিবারকে না জানিয়ে বিয়ে করে নিতে চাচ্ছি। এক্ষেত্রে মতামত শরিয়তের ভিত্তিতে জায়েজ হবে?

উত্তর

অধিকাংশ ফকীহর মত অনুযায়ী অভিভাবকের অনুমতি ছাড়া মেয়েদের বিবাহ সহীহ হয় না। সুতরাং অভিভাবকের অনুমতি ব্যতিতি বিবাহ করা যাবে না।