আসসালামুআলাইকুম,,আমি গণিতে সম্মান শেষ করেছি মাত্র ইসলামী শরীয়াহ বিষয়ে জ্ঞান অত্যন্ত কম। আমি একটি প্রত্যন্ত এলাকায় থাকি যেখানে একটি মক্তবে ইমাম(অস্থায়ী) উপস্থিত না থাকলে আমাকে নামাজ পড়াতে হয়। আমি রুকু এবং সাজদায় তুলনামুলক ভাবে একটু বেশি তাসবীহ(৭/৯/১১) পড়ি বা বেশি সময় থাকি। ফলে কিছু মতামত এমন যে বেশি সময় ধরে সাজদাতে থাকলে রিয়া বাড়ে,,এবং নামাজে অসুস্থ /বয়স্করা থাকে তাই তাসবীহ কম পড়া উচিত। আমার প্রশ্ন হল সুন্নাহ পদ্ধতিটা কি? রাসুলুল্লাহ (সঃ) জামায়াতে নামাজরত অবস্থায় রুকু এবং সাজদায় কয়বার তাসবীহ পড়তেন?