As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4469

সালাত

প্রকাশকাল: 25 এপ্রিল 2018

প্রশ্ন

আসসালামুআলাইকুম,,আমি গণিতে সম্মান শেষ করেছি মাত্র ইসলামী শরীয়াহ বিষয়ে জ্ঞান অত্যন্ত কম। আমি একটি প্রত্যন্ত এলাকায় থাকি যেখানে একটি মক্তবে ইমাম(অস্থায়ী) উপস্থিত না থাকলে আমাকে নামাজ পড়াতে হয়। আমি রুকু এবং সাজদায় তুলনামুলক ভাবে একটু বেশি তাসবীহ(৭/৯/১১) পড়ি বা বেশি সময় থাকি। ফলে কিছু মতামত এমন যে বেশি সময় ধরে সাজদাতে থাকলে রিয়া বাড়ে,,এবং নামাজে অসুস্থ /বয়স্করা থাকে তাই তাসবীহ কম পড়া উচিত। আমার প্রশ্ন হল সুন্নাহ পদ্ধতিটা কি? রাসুলুল্লাহ (সঃ) জামায়াতে নামাজরত অবস্থায় রুকু এবং সাজদায় কয়বার তাসবীহ পড়তেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যখন আপনি নামায পড়াবেন তখন ৩ বার করে তাসবীহ পড়বেন, ৫ বারের উপর যাবেন না। আর যখন একা একা নামায পড়বেন তখন যত ইচ্ছা পড়বেন।