আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4470

নামায

প্রকাশকাল: 26 এপ্রিল 2018

প্রশ্ন

১) গ্রামে চার রাকাত সুন্নাত নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতেহার সাথে অন্য সূরা পড়তে বলা হয়। এটা কি সহীহ?
2) সালাতে অন্য সূরা পড়ার ক্ষেত্রে কোরআন মাজিদের সূরার ক্রমানুসারেই পড়তে হবে।এটি সহীহ কিনা?

উত্তর

হ্যাঁ, সুন্নত নামাযে প্রতি রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে। ২। ক্রমানুসারে পড়া ভালো তবে না পড়লেও নাামযের কোন ক্ষতি হবে না।