আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4465

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 এপ্রিল 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, মুহতারাম, কোনো এক অনলাইন মার্কেটপ্লেস তাদের বিভিন্ন শপ থেকে ২০% বা ৯০% বা ১০০% বা ১২০% বা ১৪০% এরকম বিভিন্ন পার্সেন্টেজে ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। এবং শর্তানুসারে এই ক্যাশব্যাক ৩ দিন বা ৭ দিন পরে এমনভাবে দেওয়া হয় যে তা দিয়ে কেবল উক্ত মার্কেটপ্লেস থেকেই পণ্য কিনতে হয় বা কেনা যায়, অন্য কোনোভাবে তা ব্যবহার করা যায় না। এ ধরনের ক্যাশব্যাক অফারের পণ্য কেনা জায়েজ হবে কিনা জানালে উপকৃত হতাম। জাযাকাল্লাহুল খাইর…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমি যতদূন জানি অনেক ক্রেতা থেকে বিভিন্ন উপায়ে অবৈধ উপায়ে টাকা হাতিয়ে নিয়ে কিছু ক্রেতাকে এমন অফার দেয়া হয় লোক দেখানোর জন্য। তাছাড়া যদি ১২০% ক্যাশব্যাক দেয় তাহলে তাদের লাভ তো থাকছে না, সুতরাং এখান থেকে বুঝতে এই ধরনের কেনাকাটাতে সমস্যা আছে। তাই এই ধরণের প্রতিষ্ঠান এড়িয়ে চলা আমাদের উপর আবশ্যক।