আসসালামু আলাইকুম, মুহতারাম, কোনো এক অনলাইন মার্কেটপ্লেস তাদের বিভিন্ন শপ থেকে ২০% বা ৯০% বা ১০০% বা ১২০% বা ১৪০% এরকম বিভিন্ন পার্সেন্টেজে ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। এবং শর্তানুসারে এই ক্যাশব্যাক ৩ দিন বা ৭ দিন পরে এমনভাবে দেওয়া হয় যে তা দিয়ে কেবল উক্ত মার্কেটপ্লেস থেকেই পণ্য কিনতে হয় বা কেনা যায়, অন্য কোনোভাবে তা ব্যবহার করা যায় না। এ ধরনের ক্যাশব্যাক অফারের পণ্য কেনা জায়েজ হবে কিনা জানালে উপকৃত হতাম। জাযাকাল্লাহুল খাইর…