আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4466

সাধারণ দান-সদকাহ

প্রকাশকাল: 22 এপ্রিল 2018

প্রশ্ন

আস সালামু আলাইকুম, আমার ৩০ বছর, পরিবারের সাথে থাকি। নিজস্ব কোনো ইনকাম নেই। বড় ভাইয়ের দেয়া টাকা দিয়ে চলি। বড় ভাই নির্দিষ্ট কোনো টাকা খরচ হিসেবে দেন না বরং টাকা দিয়ে রাখেন সেটা প্রয়োজন অনুযায়ী খরচ করি। এক্ষেত্রে,
১) উনার দেয়া টাকা থেকে কাউকে দান করে পরে খরচ হিসেবে বাড়তি টাকা নেয়া কি অবৈধ বা না জায়েজ হবে?
এখানে আরও উল্লেখ্য যে, বড় ভাইয়ের টাকার বেশিরভাগ অবৈধ টাকা, কিন্তু আমাদের খরচ দেন বৈধ অংশ থেকে। এজন্য আমি দান সদাকা করতে চাই না, যে খরচ কম হলে যদি উনার দুর্নীতি কিছুটা হলেও কম করতে হয়। ২) যদি দান সদকা করা জায়েজ হয় তাহলে সেটা কি কোনো নির্দিষ্ট পরিমাণ দ্বারা নির্ধারিত হবে? ৩) এটার সওয়াব কে পাবেন?
আল্লাহ্ আপনাদের উত্তম প্রতিদান দিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার বড় ভায়ের কাছে জিজ্ঞাসা করবেন, এই টাকা আপনি দান করতে পারবেন কি না? পারলে কতটুকু দান করতে পারবেন? বড় ভাই যা বলে সেভাবে চলবেন। সওয়াব বড় ভাই পাবে।